র্যাব কর্তৃক ভেজাল বিরোধী অভিযানে অস্বাস্থ্যকর ও দূষিত পরিবেশে বেকারি পণ্য তৈরি করায় ৩১ নং চরকঘাটা,হাজারিবাগে অবস্থিত পূবালী বেকারীকে ভোক্তা অধিকার আইনে তিন লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে ম্যানেজারকে দু মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।অভিযান পরিচালনার সময় ভবন ও বেকারির মালিক সিরাজুল ইসলাম ও তার ব্যবসায়িক অংশীদার মোঃ আনিস পালিয়ে যায়। এবং তাৎক্ষণিকভাবে বেকারির ম্যানেজারকে পাওয়া গেলে তাকে আটক করা হয়।
র্যাব দুই এর ম্যাজিস্ট্রেট পলাশ কুমার এর নেতৃত্বে এই ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার সময় দেখা যায় চরম নোংরা ও দূষিত পরিবেশে বিভিন্ন রকম বেকারি আইটেম যেমন- বিস্কিট, কেক, রুটি তৈরি হচ্ছে। দেখা যায় বিভিন্ন রকম ফ্লেভার ও আর্টিফিশিয়াল কেমিক্যাল যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর সেগুলো ব্যবহার করা হচ্ছে। এছাড়াও বেকারীতে লেভেল বিহীন প্রচুর পণ্য পাওয়া যায় ।
র্যাব দুই এর ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বলেন – ভোক্তা অধিকার আইন অনুযায়ী কোন পণ্য প্যাকেটজাতকরণ এর পূর্বে অবশ্যই মোড়কের গায়ে উৎপাদনের তারিখ ,মেয়াদ উত্তীর্ণের তারিখ, মূল্য , কি কি উপকরণ দিয়ে সেটা তৈরি করা হয়েছে এবং বাজারজাতকরণের তারিখ সহ উৎপাদকের বিস্তারিত থাকতে হবে কিন্তু পূবালী বেকারিতে এ ধরনের কিছু পাওয়া যায়নি ।
পূবালী বেকারিতে অভিযানের সময় এসব অভিযোগ হাতেনাতে পাওয়ায় এবং পূবালী বেকারির ম্যানেজার সেগুলো স্বীকার করায় এবং সেই স্বীকারোক্তির ভিত্তিতে ভোক্তা অধিকার আইন অনুযায়ী তিন লক্ষ টাকা জরিমানা অনাদায়ে দুই দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।
এছাড়াও র্যাবের ম্যাজিস্ট্রেট আরও বলেন আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এই ধরনের ভেজাল ধরনের ভেজাল ওষুধ এবং ভেজাল খাবারের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং এবং কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
ইনবাংলাদেশ২৪.কম/এস,এস,এফ