মহামারি করোনাভাইরাস উপেক্ষা করে দিয়েগো ম্যারাডোনাকে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করতে বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন ভক্তরা। তাতে মানবসমুদ্রে পরিণত হয় আর্জেন্টিনার প্রেসিডেন্সিয়াল ভবন কাসা রোসাদা। অবশেষে সবাইকে কাঁদিয়ে সমাহিত হলেন এই কিংবদন্তি।
আজ (শুক্রবার) স্থানীয় সময় বুয়েনস আয়ারসের ভিল্লা ভিস্তা কবরস্থানে মা-বাবার পাশে শায়িত হলেন ম্যারাডোনা। শেষ দুই দিন তাকে ঘিরে জনস্রোত তৈরী হলেও অন্তেষ্টিক্রিয়ার অংশ নেন কেবল পরিবার এবং কাছের মানুষরাই।
নিজের ৬০তম জন্মদিন পালন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে ম্যারাডোনাকে হাসপাতালে ভর্তি করা হয়। সফল অস্ত্রোপচার শেষে বাড়িতেও ফিরে আসেন কয়েকদিন পর।