মিয়ানমারের সামরিক সরকার ২৩ হাজারের বেশি কারাবন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটেছে।
দেশটির গণমাধ্যমে খবরে প্রকাশ, ২৩ হাজার ৩১৪ কারাবন্দির সাজা মওকুফ করে দিয়েছে রাষ্ট্রীয় প্রশাসন কাউন্সিল। এসব বন্দিকে তাদের কারাদণ্ডের বাকি সাজা ভোগ করতে হবে না বলে এতে বলা হয়েছে। পাশাপাশি ৫৫ বিদেশি বন্দিকে ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন মিয়ানমার সেনাপ্রধান।