মিয়ানমারের সামরিক সরকার বিরোধী বিক্ষোভ ঠেকাতে সড়কে সড়কে সেনাবাহিনীর সাঁজোয়া যান মোতায়েন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের কণ্ঠ রোধ করতে ইন্টারনেট বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। বিবিসির খবরে এ তথ্য উঠে এসেছে।
সোমবার মিয়ানমারের প্রধান প্রধান শহরগুলোতে সেনাবাহিনীর সাঁজোয়া যান টহল দিতে দেখা গেছে।
ইয়াঙ্গুনে স্যুলে প্যাগোডার সামনে সেনাবাহিনীর চারটি জলবাহী কামান দেখা যায়। এই স্থানটি বিক্ষোভকারীদের কেন্দ্রস্থল। সোমবারও কিছু বিক্ষোভকারী এখানে জড়ো হতে শুরু করেছিলেন।