সব শঙ্কা দূর করে অবশেষে কড়া পুলিশ পাহারায় বাড়ি ফিরলেন সৌরভ গাঙ্গুলি। আজ (৭ জানুয়ারি) বাংলাদেশ সময় বেলা ১১টার একটু পর কলকাতার উডল্যান্ডস হাসপাতাল থেকে ছাড়পত্র নেন তিনি। এরপর বাইরে অপেক্ষায় থাকা সংবাদকর্মীদের সাথে কথা বলেন ভারতের সাবেক এই অধিনায়ক।
এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ এবং ভক্তদের ধন্যবাদ জানান গাঙ্গুলি, ‘উডল্যান্ডস হাসপাতাল কর্তৃপক্ষ এবং যারা আমার জন্য দোয়া করেছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। আবারও উড়তে প্রস্তুত আমি।’
গতকাল (৬ জানুয়ারি) সকালে বাড়ি ফেরার কথা ছিল গাঙ্গুলির। এজন্য সব রকমের প্রস্তুতিও সম্পন্ন করা হয়। কিন্তু নির্ধারিত সময়ে হাসপাতাল থেকে বের হননি তিনি। পরে জানা যায়, সাবেক অধিনায়ক নিজেই আরও একদিন পর অর্থ্যাৎ বৃহস্পতিবার বাড়ি যেতে চান। উডল্যান্ডসের প্রধান নির্বাহী রুপালী বসু বিষয়টি নিশ্চিত করেন।
গাঙ্গুলিকে ছাড়পত্র দিলেও তার স্বাস্থ্যের বিষয়টি হালকাভাবে নিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ। আজ পুনরায় চিকিৎসকদের সাথে আলোচনায় বসবেন দেবী শেঠি। সেখানে কলকাতা মহারাজের বাকি থাকা দুটি এনজিওপ্লাস্টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মঙ্গলবার (৫ জানুয়ারি) গাঙ্গুলির সার্বিক অবস্থার পর্যবেক্ষণ করতে উডল্যান্ডসে আসেন নামকরা হৃদরোগ বিশেষজ্ঞ দেবি শেঠি। এরপর মেডিকেল বোর্ডের সাথে আলোচনা করেন তিনি। পরে জানান, সাবেক অধিনায়কের স্বাভাবিক জীবনে ফিরতে কোন বাধা নেই। তার হার্ট অত্যন্ত ভালো। চাইলে ক্রিকেট খেলতে এমনকি বিমানও চালাতে পারবেন।
এর আগে গত ২ জানুয়ারি সকালে নিজ বাড়ির ট্রেডমিলে হাটার সময় হার্টে ব্যথা অনুভব করেন গাঙ্গুলি। এরপর দ্রুত ভর্তি হন কলকাতার উডল্যান্ডস হাসপাতালে।