চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোখনাথপুর ট্রাকের ধাক্কায় শ্যালো ইঞ্জিনচালিত যান আলমসাধুর চালক আসানুর রহমান (৪০) ও তাঁর ছেলে আজম হোসেন (১১) নিহত হয়েছেন।
আজ রবিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কে উপজেলার লোকনাথর ফায়ার সার্ভিস অফিসের অদূরে এই দুর্ঘটনা ঘটে। নিহত আসানুর রহমান উপজেলার ডুগডুগি গ্রামের মৃত আজিম হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ডুগডুগি বাজার থেকে আলমসাধুতে সিমেন্ট নিয়ে দর্শনার দিকে যাচ্ছিলেন আসানুর রহমান ও তাঁর ছেলে আজম হোসেন। তাঁরা ফায়ার সার্ভিস অফিস পার হলে চুয়াডাঙ্গাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলমসাধুর চালক আসানুর রহমানের একটি পা শরীর থেকে বিছিন্ন হয়ে যায় ও একই আলমসাধুতে থাকা তাঁর ছেলে আজম হোসেন ছিটকে পড়ে। এতে দুইজনই ঘটনাস্থলে মারা যান।
স্থানীয়রা আসানুর রহমান মরদেহ উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে দামুড়হুদা মডেল থানা পুলিশ খবর পেয়ে ছেলে আজম হোসেনের মরদেহ উদ্ধার করে দামুড়হুদা মডেল থানায় নিয়ে যায়।
দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার বাকি বিল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘উভয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হবে। ঘাতক ট্রাকের চালককে আটক করা সম্ভব হয়নি।’