রাজধানীতে গণপরিবহন চলতে শুরু করেছে। মিরপুর, শ্যামলী, কল্যাণপুর, গাবতলী, কলাবাগান, ফার্মগেট, নিউমার্কেট এলাকা ঘুরে দেখা গেছে, ভোর থেকেই সড়কে সরকারি ও বেসরকারি মালিকানাধীন গণপরিবহনের পাশাপাশি প্রাইভেটকার, জিপ, মাইক্রোবাস, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা চলাচল করছে।
বুধবার (৭ এপ্রিল) রাজধানীতে এ দৃশ্য দেখা গেছে। এতে কিছুটা স্বস্তি ফিরে এসেছে নগরবাসীর মাঝে।
সকাল থেকেই দেখা গেছে, সরকারের দেওয়া নির্দেশনা অনুযায়ী বাসগুলোতে অর্ধেক যাত্রী আর ৬০ শতাংশ ভাড়া বেশি নিয়েই চলাচল করছে।
গণপরিবহন বন্ধ করার পর নতুন এই সিদ্ধান্তে বাইরের গণপরিবহন সিটিতে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাইরের গণপরিবহনগুলো প্রবেশ করছে রাজধানীতে।
এ বিষয়ে গণমাধ্যমকে পুলিশ বলেন, শুধু সিটির বাস চলাচলের অনুমতি দিয়েছে সরকার। বাইরের বাস ভেতরে ঢুকবে না। নির্দেশ অমান্য করে কেউ যদি গাড়ি নিয়ে আসে তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।