আব্দুল কাইয়ুম, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
আন্তর্জাতিক মানের পর্যটন নগরীর গড়ার প্রত্যয়ে ‘স্বপ্নচূড়া’ কুয়াকাটা – ভিশন ২০৩০’ স্লোগান- “হে তরুণ তুমি প্রস্তুত হও, কারণ তুমিই বাংলাদেশ।
তোমার উদ্ভাবনী ও উদ্যোগী নেতৃত্বেই আমরা উন্নত বাংলাদেশ হব।”
পটুয়াখালীর উপকূলীয় অঞ্চলের কুয়াকাটা পৌরসভাকে ও পর্যটন নগরীকে কেন্দ্র করে গঠন করা হয়েছে সেচ্ছাসেবী ও সামাজিক উন্নয়নমূলক সংগঠনের।
সোমবার সকালে আবাসিক হোটেল বীচ হ্যাভেন অডিটোরিয়ামে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের সূবর্ণ জয়ন্তী উপলক্ষে আনুষ্ঠানিকভাবে ‘স্বপ্নচূড়া’র উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভা হয়েছে ।
কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদারের বিশেষ অতিথির উপস্থিতিতে স্থানীয় সাংবাদিক, গুনীজন, কমিশনার ও স্থানীয় তরুন সেচ্ছাসেবী সদস্যবৃন্দের এক আলোচনার মাধ্যমে সংগঠনের যাত্রা শুরু হয়।
স্বপ্নচূড়ার লক্ষ্যঃ কুয়াকাটা পৌরসভার আর্থ-সামাজিক অবস্থার কাঙ্খিত পরিবর্তন সাধনের জন্য টেকসই উন্নয়নের মাধ্যমে আত্ননির্ভরশীল সুখী-সমৃদ্ধিশালী ও অবক্ষয়মুক্ত সমাজ গঠন করা। বিশেষ করে সমাজের অনগ্রসর নারী-পুরুষের আর্থ-সামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তন, শিক্ষাবান্ধব কুয়াকাটা বিনির্মাণ এবং তরুণদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলে কুয়াকাটাকে একটি মডেল পৌরসভায় রুপান্তর করা; আর এই লক্ষ্যকে সামনে রেখে সমন্বিত প্রচেষ্টায় বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বা প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করা।
সংগঠনের ধরনঃ স্বপ্নচূড়া একটি অরাজনৈতিক, সামাজিক উন্নয়ন মুলক, শিক্ষা- সাংস্কৃতিক ও স্বেচ্ছায় মানব সেবামূলক সংগঠন। এই সংগঠন কুয়াকাটা পৌরসভার শিক্ষিত তরুণ সমাজ নিয়ে গঠিত হবে এবং সার্বিক উন্নয়নের জন্য কার্যক্রম পরিচালনা করবে।
উদ্যোক্তারা বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ‘ভিশন – ২০৩০’ সালকে সামনে রেখে আমরা আমাদের সংগঠনকে সম্পূর্ন স্বচ্ছ, বিশ্বস্ত এবং সক্রিয় সংস্থা হিসেবে গঠন করে প্রত্যক্ষভাবে কুয়াকাটা পৌরসভার সর্বস্তরের মানুষের জীবনমানের উন্নয়ন সাধনের জন্য কাজ করব, ইনশাআল্লাহ।
ভিশন – ২০৩০
(Education, Service, Social Development & Green Tourism)