নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা পেয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের দলের জন্য। হ্যামিল্টনের স্যাডন পার্কে অনুষ্ঠিত প্রথম ম্যাচে তারা হেরে গেছে ৬৬ রানের বড় ব্যবধানে।
এদিন বাংলাদেশের বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন ডেভন কনওয়ে। ৫২ বল থেকে ১১ চার এবং ৩ ছয়ের সাহায্যে ৯২ রানে অপরাজিত ছিলেন ২৯ বছর বয়সী এই বাঁহাতি ক্রিকেটার।
টস জিতে আগে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। শুরুতেই ফাবিয়ান অ্যালেনকে ফিরিয়ে দেন অভিষিক্ত স্পিনার নাসুম আহমেদ। এরপর দলের হাল ধরেন মার্টিন গাপটিল এবং কনওয়ে। ভালো খেলতে থাকা গাপটিল ৩ চার ও ২ ছয়ের সাহায্যে ৩৫ রান করে সাজঘরে হাঁটেন।
বাকিটা সময় দাপট দেখিয়েছে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। দ্বিতীয় সর্বোচ্চ ৫৩ করেন উইল ইয়ং। ৩০ বলের মোকাবেলায় ২ চার এবং ৪ ছয় হাঁকান এই ডানহাতি। শেষদিকে ২৪ রানের ছোট ঝড়ো ইনিংস খেলেন গ্ল্যান ফিলিপস। নির্ধারিত ওভার শেষে স্বাগতিকরা পায় ২১০ রানের পুঁজি।
বাংলাদেশের হয়ে ৪ ওভার বল করে ৩০ রান খরচায় দুই উইকেট নেন নাসুম। এছাড়াও ৩৭ রানের বিনিময়ে এক উইকেট পেয়েছেন অফস্পিনার মাহেদী হাসান।
জবাব দিতে নেমে ১৪৪ রানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস। সর্বোচ্চ ৪৫ করেন আফিফ হোসেন ধ্রুব। ৩৩ বলের মোকাবেলায় ৫ চারের পাশাপাশি একটি ছয়ের মার হাঁকান এই তরুণ ব্যাটসম্যান। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান আসে সাইফুদ্দিনের ব্যাট থেকে। নিউজিল্যান্ডের হয়ে ৪ ওভার হাত ঘুরিয়ে ২৮ রানের বিনিময়ে চার উইকেট নেন লেগ স্পিনার ইশ শোধি। এছাড়াও লুকি ফার্গুসনের শিকার দুই উইকেট।