প্রতিদিন করোনা রোগী আশঙ্কাজনক হারে বাড়ছে। এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে সংক্রমণ কমে এলো, তাতে করে মানুষ ভাবলো করোনা আর নেই। টিকা নেওয়ার পর তো স্বাস্থ্যবিধি একেবারেই ভুলে গেলো। এখন পর্যন্ত যেসব পরামর্শ দিয়েছি, সেগুলো বিভিন্ন পর্যায়ে দিয়ে গেছে সরকার। সে পরামর্শ অনুযায়ী কাজ হচ্ছে। এর আগে আংশিক লকডাউন দেওয়া হলেও এবার লকডাউন দেওয়া হলো। এই লকডাউন তো একটা এক্সট্রিম ব্যবস্থা।
শনিবার (৩ এপ্রিল) তিনি সাংবাদিকদের এ সব কথা বলেন।
মন্ত্রী বলেন, এর আগে আংশিক লকডাউন দেওয়া হয়েছে বিভিন্ন পর্যটন কেন্দ্রে। বিয়েসহ সামাজিক অনুষ্ঠানের ধুম লেগেছিল। সেখানে না ছিল মাস্ক, না ছিল সামাজিক দূরত্ব। আর আমরা যা করবো তার ফল পাবো না? ঠিক সেভাবেই আমরা যা করেছি তার ফল পাচ্ছি। এতো মানুষ মারা যাচ্ছে, মানুষ যদি সচেতন থাকতো, স্বাস্থ্যবিধি মেনে চলতো, তাহলে এতো মানুষের জীবন যেতো না। এতো মানুষকে হাসপাতালে ভর্তি হতে হতো না। আমাদের ভুলের কারণেই এতো মানুষের মৃত্যু হচ্ছে- এই কথাটা আমাদের বোঝা উচিত। কিন্তু মানুষ সেটা মনে রাখেনি। আর এর জন্য দায়ী আমরা সকলে। এর দায় সবাইকে নিতে হবে। আমাদের ভুলের জন্য বাড়ছে করোনা।
মন্ত্রী বলেন, এখন চেষ্টা সংক্রমণ কমানোর জন্য। এর জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। জনগণকে এবারে এসব পদক্ষেপ মেনে চলতে হবে। যদি না মানি করোনা নিয়ন্ত্রণ করা যাবে না। স্বাস্থ্যবিধি, ১৮ দফা-লকডাউন সবকিছু মানলে হয়তোবা ধীরে ধীরে সংক্রমণ কমতে থাকবে আশা করছি। এটাই পদ্ধতি। এর বাইরে আর কোনও পদ্ধতি নাই সংক্রমণ কমানোর।